টুকরো কথার ঝাঁপি

কথার পিঠে জমে ওঠে একশো রকম কথা সুখ দুঃখ আনন্দ আর হাজার খানেক ব্যথা | এসব শুধু এসব দিয়েই জীবন যদি মাপি ভরবে উঠে ভাংগা চোড়া টুকরো কথার ঝাঁপি |

My Photo
Name:
Location: Kolkata (Calcutta), West Bengal, India

I am one who takes life neither too seriously nor too lightly, always treading the middle path,as was advised by Lord Gautama Buddha.

Friday, October 23, 2009

একালদর্শী



গুরুজী বললেন, কলিযুগের এ বড় সুসময়। দেখছিস না, শকুনের শাপে পাল পাল গরু কেমন ধুপধাপ ধুপধাপ করে মরে যাচ্ছে। বাবার বচনামৃত আকন্ঠ পান করে ভক্তরা জানাল, সত্যিই এ বড় সুসময় প্রভু।

গুরুজীর গলায় মধু ঝরল, শুধু শুধু চোখ খোলা রেখে তাকে কষ্ট দিস কেন? কৃষ্ণের জীবকে কষ্ট দেওয়া মহা পাপ। সময় বুঝে চোখ বন্ধ রেখে তাকে বিশ্রাম দিবি। তোদেরও মঙ্গল হবে, জগৎও অশান্ত হবে না। ভক্তরা চোখ বন্ধ করল, বড় ভুল হয়ে গেছে প্রভু।

অভয় দিয়ে গুরুজী বললেন, বীরভোগ্যা বসুন্ধরা। এ মায়াময় পৃথিবীতে সুখ সকলের জন্য নয়। তাই তাকে শৃগালের দ্রাক্ষাফল স্বরূপ জ্ঞান করলেই মুক্তি নিশ্চিৎ।  ভক্তরা দিব্যজ্ঞানলাভে ধন্য হয়ে প্রভুর পদধূলির জন্য আকুল হয়ে উঠল।

তাদের প্রতি পাদপদ্ম নিবেদন করে গুরুজী চোখ বন্ধ করলেন বিশ্রামের উদ্দেশ্যে। প্রভুর নামে জয়ধ্বনি উঠল।