টুকরো কথার ঝাঁপি

কথার পিঠে জমে ওঠে একশো রকম কথা সুখ দুঃখ আনন্দ আর হাজার খানেক ব্যথা | এসব শুধু এসব দিয়েই জীবন যদি মাপি ভরবে উঠে ভাংগা চোড়া টুকরো কথার ঝাঁপি |

My Photo
Name:
Location: Kolkata (Calcutta), West Bengal, India

I am one who takes life neither too seriously nor too lightly, always treading the middle path,as was advised by Lord Gautama Buddha.

Friday, March 09, 2007

হৃদয়পুর রেল স্টেশন

লাল সবুজ আলো, ভেবে দেখো একবার –
এখন কলসির বোঝায় তার
টলমল পায়ে অসহ্য ঢেউ ওঠে।
কাঁটা ওঠে ফুটে
যখন ফোঁটায় ফোঁটায় জল
চুঁইয়ে পড়ে এই সবল
কঠিন পৃথিবীতে,
তার মনে পড়ে, ও পাড়ের গ্রামের বটতলাতে
যে পুকুর ছিল – রং সবুজ –
সন্ধের মুখে যেখানে সেই অবুঝ
ছেলেটা প্রতিদিন ঠিক গোধুলিতে
এসে দাঁড়াত দুটো পেয়ারা হাতে,
তার জল ছিল মায়ের মত মিঠে।

লাল সবুজ আলো, দেখো চারদিকে চেয়ে –
সাতাশ বসন্তের মেয়ে
বটের পাতার মত বুক
দিয়ে ঢেকে রাখে পুরোন কিছু সজীবতার সুখ।
আর তার দুপায়ে বালির ফাঁকে
চোরাকাঁটা রক্ত ঝরায়, একা ফাঁকা পুকুরঘাটে
নোনতা স্বাদ জেগে ওঠে
টলটলে চোখ থেকে সাগর নামে ঠোঁটে।
সময় ছুটে যায় সবুজ মায়ায়,
আর জীবন থমকে থামে লালের খেলায়।
রেলপাড় বস্তিতে গোপন খদ্দের বসে থাকে...

1 Comments:

Blogger Unknown said...

Tenders And Consulting Opportunities in
Bangladesh.

Tender Business Bangladesh.
www.bdtender.com একটি অনলাইন টেন্ডার/দরপত্র বিজ্ঞপ্তি পরিসেবা পোর্টাল। যেখানে বাংলাদেশের প্রায় সকল টেন্ডার/দরপত্রের (সরকারী এবং বেসরকারী সংস্থা থেকে প্রকাশিত) সাম্প্রতিক তথ্য প্রদান করা হয়। প্রায় ২০০০ নিবন্ধিকৃত সদস্যদেরকে নিয়মিতভাবে ইমেইলের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে।
দেশের সকল জাতীয় এবং আঞ্চলিক দৈনন্দিন সংবাদপত্র, প্রায় ৫৭ টি কাগজ এবং ২৫০টি ওয়েবসাইট থেকে টেন্ডার/দরপত্র সংগ্রহ করা হয়। সেইসাথে আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও এবং বিভিন্ন বেসরকারী সংস্থা,তাদের প্রয়োজনীয় টেন্ডার/দরপত্র বিজ্ঞপ্তি সমূহ এই সাইটে প্রকাশ করে থাকে।
বাংলাদেশে www.bdtender.com‘ই প্রথম ই-টেণ্ডার নটিফিকেসান সার্ভিস চালু করেছে । আপনি এখন্ আর দশ, পনের, বিশটি পত্রিকা কেনার প্রয়োজন নেই । দেশের সকল পত্রিকার টেণ্ডার/দরপত্র গুলি একত্র করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে তাতে আর আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবেনা এবং আপনার আর কষ্ট করে সব গুলি টেণ্ডার/দরপত্র দেখতেও হবে না । শুধু ক্যাটাগরি সিলেক্ট করে দিলেই আপনার কাঙ্ক্ষিত টেণ্ডার/দরপত্র টি ই- মেইল এলার্টের মাধ্যমে আপানার কাছে পোঁছে যাবে ।
আজই রেজিস্ট্রেশান করুন ! আপানার মূল্যবান সময় ও অর্থ দুটোই বাঁচান এবং নিরাপদ থাকুন।

3:19 AM  

Post a Comment

<< Home